প্রকাশিত: Thu, Jan 4, 2024 8:27 PM
আপডেট: Tue, Jul 1, 2025 2:28 PM

[১] বশেমুরকৃবিতে গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালা

এ এইচ সবুজ, গাজীপুর:[২]  কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের জিআইএফএস-এর বঙ্গবন্ধু গবেষণা চেয়ারের পোস্ট-ডক্টরাল ফেলোদের (পিডিএফ) গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

[৩] বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। 

[৪]জিআইএফএস-বিএআরসি-বশেমুরকৃবি এর পারস্পরিক সহযোহিতার অংশ হিসেবে এ বছর চারজন গবেষক পোস্ট-ডক্টরাল ফেলো হিসেবে বিএআরসি এর মনোনয়োন পেয়েছেন, যারা কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন।

[৫] কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। 

[৬] তিনি কর্মশালায় অংশগ্রহণকারী গবেষকদের জ্ঞান, দক্ষতা ও গবেষণার এনালাইসিস ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন এবং কর্মশালাটি গবেষকদের ব্যবহারিক কাজে অত্যন্ত সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

[৭] কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. আবিয়ার রহমান।

[৮] কর্মশালায় আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন বশেমুরকৃবি বঙ্গবন্ধু গবেষণা চেয়ার ড. আশুতোষ সরকার এবং জিআইএফএস-এর প্রতিনিধি ড. শ্রীকান্ত আত্তালুরি। কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর চারজন গবেষক তভদের গবেষণাপত্র উপস্থাপন করেন। 

[৯] কর্মশালায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের দুইজন বিজ্ঞানী বিশেষজ্ঞ সদস্য হিসেবে এবং বশেমুরকৃবি এর শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

[১০] বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশে এমন পোস্ট-ডক্টরাল ফেলোশিপ এটিই প্রথম।